ঈদের ছুটিতে জরুরি সেবা চালু রাখার নির্দেশ স্বাস্থ্য অধিদফতরের
১ জুন ২০১৯ ১৯:১২
ঢাকা: ঈদের ছুটিতে সার্বক্ষণিক জরুরি সেবা চালু রাখতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. আমিরুজ্জামান স্বাক্ষরিত ছুটিকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা শীর্ষক এক পরিপত্রে এ কথা জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয় যেহেতু জরুরি স্বাস্থ্যসেবা চালু রাখতে হয়, এজন্য সাপ্তাহিকসহ অন্যান্য ছুটির দিনে চিকিৎসাসেবার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের জরুরি বিভাগে দায়িত্ব পালন করতে হবে। এজন্য প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য সহায়ক স্টাফরা দায়িত্ব পালন করবেন।
সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, ছুটিকালীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের জরুরি বিভাগ ও আন্তঃবিভাগ সার্বক্ষণিক চালু থাকবে। সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স ও অন্যান্য সহায়ক স্টাফ (যেমন, ওয়ার্ডবয়, ক্লিনার) দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে জরুরি চিকিৎসা সেবার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিভাগের (প্যাথলজি, কার্ডিওগ্রাফি, রেডিওলজি ইত্যাদি) কার্যক্রম চলবে।
নির্দেশনায় আরও বলা হয়, ছুটিকালীন সব স্তরের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান স্টেশনে থাকবেন। তিনি ছুটিতে থাকলে উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি স্টেশনে থাকবেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার সারাদেশের উৎসব ছুটিকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনার সমন্বয় করবে বলেও জানানো হয়েছে পরিপত্রে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় হাসপাতালে আসা রোগী, কর্মরত কর্মকর্তা-কর্মচারী, হাসপাতাল ও যন্ত্রপাতির নিরাপত্তার জন্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে বলা হয়েছে পরিপত্রে।
একইসঙ্গে, ছুটিকালীন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আউটডোরে (ঈদের দিন ছাড়া) সার্ভিস সীমিত আকারে (সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) খোলা থাকবে। সেখানে জরুরি বিভাগ, আন্তঃবিভাগ এবং অস্ত্রোপচার কক্ষে পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে নির্দেশনায়।
সারাবাংলা/জেএ/এমও