হাইকোর্ট এলাকা থেকে বিএনপির ৪৮ নেতাকর্মী আটক
৩১ জানুয়ারি ২০১৮ ১৫:৪৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১৬:৪৬
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরা উপলক্ষে জড়ো নেতাকর্মীদের মধ্য থেকে ৪৮ জনকে আটক করেছে পুলিশ। হাইকোর্টের এক নম্বর গেট চত্বর থেকে বুধবার দুপুরে তাদের আটক করা হয়।
খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় বুধবার সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুলিশের ওপর বিএনপি কর্মীদের হামলা ও প্রিজন ভ্যান ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে এ নিরাপত্তা জোরদার করা হয়।
বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে হাইকোর্টের দুটি গেটসহ আশেপাশের এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় জলকামান ও প্রিজন ভ্যান।
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে তাদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/একে