Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারের ৭৪ মাদক ব্যবসায়ীর সম্পদ অনুসন্ধান করবে দুদক


৩ জুন ২০১৯ ১৪:১০

ঢাকা: কক্সবাজারের ৭৪ মাদক ব্যবসায়ীর সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

সোমবার (৩জুন) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

প্রণব কুমার ভট্টাচার্য জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী শীর্ষ ৭৪ মাদক ব্যবসায়ীদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের চট্টগ্রাম বিভাগীয় কাযার্লয় এই মাদক ব্যবসায়ীদের অবৈধ সম্পদ অনুসন্ধান করবে।

কমিশনের নির্ধারিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

যাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে তারা হলেন- সাহেদ কামাল, নুরুল বাশার কাউন্সিলর, মো. ইউনুচ, মো. জামাল মেম্বার, রেজাউল করীশ মেম্বার, মো. আবু তাহের, রজমান আলী, ফরিদ আলম, মাহবুব আলম, মো. আফসার, মো. হাবিবুর রহমান, শামসুল আলম, ইসমাইল, আব্দুল গণি, মোহাম্মদ আলী, জামাল হোসেন, আব্দুল হামিদ, নজরুল ইসলাম, রশিদ আহমেদ, মোয়াজ্জেম হোসেন, মো. সিরাজ, মো. আলম, মো. আব্দুল্লাহ, হোসেন আলী, মো. তৈয়ব, নুরুল কবীর মিঝি, শাহ আজম, জাফর আহমেদ, জাফর আলম, রুস্তম আলী, মো. হোসেন, নুরুল আলম, মো. হাশেম, শফিউল্লাহ, আবু তৈয়ব, আলী নেওয়াজ, মো. জহুর আলম, মো. হুসাইন, মো. সিদ্দিক, রবিউল আলম, মঞ্জুর আলী, হামিদ হোসেন, মো. আলম, মো. আইয়ুব, মো. রাসেল, নুরুল আমিন, বোরহান উদ্দিন, মো. কামাল হোসেন, ইমান হোসেন, হারুণ, শওকত আলম, হোছাইন আহম্মদ, মো. আইয়ুব, মো. আবু ছৈয়দ, মো. রহিম উল্লাহ, মো. রফিক, সেলিম, নূর মোহাম্মদ, নুরুল বশার কালাভাই, মং অং থেইন, মো. হেলাল, বদিউর রহমান, আবুল করীম, সৈয়দ আলম, মো. হাছন, নুরুল আলম, আব্দুস কুদ্দুস, দিল মোহাম্মদ, আলী আহম্মেদ, মো. সাকের মিয়া, আলমগীর ফয়সাল, জাহাঙ্গীর আলম, নূরুল আলম, সামসুল আলম শামীম, মো. ইউনুচ, নুরুল আফসার ও মো. শাহাজান আনসারী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/প্রমা

কক্সবাজার দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর