Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেতন-বোনাস পেয়েছে সব পোশাক শ্রমিক: বিজিএমইএ


৩ জুন ২০১৯ ১৮:০০

ফাইল ছবি

ঢাকা: দেশের সব পোশাক কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক।

সোমবার (৩ মে) রুবানা হক সারাবাংলাকে বলেন, ‘শতভাগ পোশাক কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়া হয়েছে। প্রতিশ্রতি অনুযায়ী কোনো কোনো কারখানা মে মাসের ২০ দিনের বেতন দিয়েছে। আবার কোনো কারখানায় পূর্ণ মাসেরই বেতন দেওয়া হয়েছে। তবে একটি কারখানার মালিক ২০ দিনের বেতন দিতে চাইলে শ্রমিকরা ৩০ দিনের দাবি করে। আশা করি, ইফতরের আগে সেটিরও সমাধান হয়ে যাবে।’

সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, রোববারের (২ জুন) মধ্যে সকল পোশাক কারখানার কর্মীদের বেতন পরিশোধের কথা ছিল। এ সময়ে মধ্যে মে মাসের ২০ দিনের অথবা সক্ষম মালিকেরা পুরো মাসের বেতন পরিশোধ করবেন বলে রাজি হয়েছিলন। আর বোনাস দেওয়ার কথা ছিল ৩০ মে’র মধ্যে।

রোববার (২ মে) পর্যন্ত ৯০ শতাংশ কারখানায় বেতন পরিশোধ করা হয়েছিল বলে জানিয়েছিল বিজিএমইএ। আর বোনাস পরিশোধ করা হয়েছে তারও আগেই।

এ প্রসঙ্গে টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সারাবাংলাকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। কোনো কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়নি, এমন খারাপ সংবাদ আসেনি।’

বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি সারাবাংলাকে বলেন, ‘সোমবার পর্যন্ত সব কারখানায় বেতন বোনাস পরিশোধ করা হয়েছে।’

শ্রমিক সংগঠন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘এ বছর বেতন বোনাস নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি। যেসব কারখানায় সমস্যা হওয়ার শঙ্কা ছিল, বিজিএমইএ সেইসব কারখানার মালিকদের সঙ্গে বসে আগেই তা সমাধান করেছিল। ফলে এ বছর শ্রমিককদের কোনো অভিযোগ নেই।’

সারাবাংলা/ইএইচটি/একে

আরও পড়ুন

বেঁধে দেওয়া সময়ের মধ্যে বেতন পাননি সব পোশাক শ্রমিক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর