Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়


৪ জুন ২০১৯ ১০:৫৯

ঢাকা: ১৪৪০ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার (৫ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট জেলার নাগরিকরা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে এ তথ্য জানাতে পারবেন।

এদিকে মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রচ্যের অনেক দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

সারাবাংলা/এমএইচ

ঈদ চাঁদ দেখা কমিটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর