ঈদ জামাতের জন্য প্রস্তুত বায়তুল মুকাররম
৫ জুন ২০১৯ ০০:৩২
ঢাকা: শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। জাতীয় ঈদগাহ ময়দান ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন জায়গায় ঈদের নামাজ আদায়ের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার ঢাকায় দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, জাতীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়াজনিত কোনো বিপর্যয় দেখা দিলে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ নিজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, আবহাওয়াজনিত বিপর্যয়ে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মুকাররমে অনুষ্ঠিত হলে রাষ্ট্রপতিসহ বিশিষ্ট ব্যক্তিরা এখানে নামাজ আদায় করবেন। সেজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এসএসএফ, র্যাব, গোয়েন্দাসহ অন্যান্য সংস্থার সদস্যরা তাদের যাবতীয় কার্যক্রম শেষ করেছে। নতুন করে কিছু কিছু জায়গায় সিসি ক্যামেরা বসিয়ে সেন্ট্রাল মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ডগ স্কোয়াড ও মেটাল ডিটেক্টর দিয়ে সুইপিং করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক জানান, বায়তুল মোকাররমে ঈদের মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাঁচটি জামাতের মধ্যে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
প্রথম জামায়াতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামায়াতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম, তৃতীয় জামায়াতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ, চতুর্থ জামায়াতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং পঞ্চম ও শেষ জামায়াতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফাইল ছবি
সারাবাংলা/ইউজে/প্রমা