বায়তুল মুকাররমে ইদ জামাত অনুষ্ঠিত, কোলাকুলিতে ঘুচল দূরত্ব
৩ মে ২০২২ ০৮:২৮ | আপডেট: ৩ মে ২০২২ ১৫:০৮
ঢাকা: রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মে) প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৮টায় ইদের দ্বিতীয় জামাত শুরু হয়।
নামাজ শেষে দীর্ঘ দুই বছর পর মুসুল্লিরা সবাই কোলাকুলিতে মেতে ওঠেন। করোনার পর এবার কোলাকুলি এবং হাতে হাত মেলাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। তারা জানান, ইদের নামাজের পর প্রধান আনন্দ কোলাকুলিতেই। এবার সবার সঙ্গে সুন্দর মতো ইদ উদযাপন করতে পেরে তারা আনন্দিত।
জামাত শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়।
সকাল থেকেই রাজধানীর জাতীয় মসজিদের ইদ জামাতে নামাজ আদায় করার জন্য বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টায় সকাল ১০টায় এবং সকাল ১১টায় ইদের জামাত অনুষ্ঠিত হবে।
প্রত্যেক জামাতে আলাদা আলাদাভাবে ইমামেরা ইমামতি করবেন।
ইদের জামাতকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। র্যাবের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/এমও