Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ঈদ জামাতে মুসল্লিদের ওপর গাড়ি হামলা, আহত ১৭


৫ জুন ২০১৯ ১৭:০৯ | আপডেট: ৫ জুন ২০১৯ ১৯:৪৬

ভারতের রাজধানী দিল্লিতে ঈদে নামাজরত মুসল্লিদের ওপর দ্রুতগতিতে গাড়ি তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। বুধবার (৫ জুন) পূর্ব দিল্লির খারুজি এলাকার একটি মসজিদ প্রাঙ্গনে এই ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের।

হামলাকারীকে এখনো চিহ্ণিত করা যায়নি। স্থানীয় পুলিশ জানায়, হামলার পর মুসলমানরা ঐ এলাকায় বিক্ষোভ মিছিল করে। হামলাকারীকে ধরতে চেষ্টা করা হচ্ছে।

ডেপুটি পুলিশ কমিশনার মেঘনা ইয়াদব জানান, ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা অরাধীতে গ্রেফতার করবো। ঈদের নিরাপত্তা পরিস্থিতি ফাঁকি দিয়ে কিভাবে হামলা চালানো হলো তা অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ।

প্রসঙ্গত, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল ফিতর উদযাপন করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সারাবাংলা/ এনএইচ

ঈদ ভারত হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর