Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় সেপটিক ট্যাংকের গ্যাসে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু


৭ জুন ২০১৯ ১৪:২২

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলায় সেপটিক ট্যাংকে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টুপিপাড়ার মোসলেম মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- উপজেলার চিলগাড়ী গ্রামের কুমারেশ রায়ের ছেলে নির্মাণশ্রমিক পলাশ রায় (২৩) এবং টুপিপাড়ার গফুর বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (৩২)।

বিজ্ঞাপন

ওসি মাহবুবুর রহমান জানান, মোসলেম মিয়ার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের কাজ করছিলেন পলাশ রায়। সকালে ঢালাইয়ের বাঁশ খুলতে গিয়ে পলাশ সেপটিক ট্যাংকে পড়ে যান। এ সময় তার চিৎকার শুনে একই এলাকার মনিরুল ইসলাম তাকে উদ্ধার করতে গেলে তিনিও সেপটিক ট্যাংকের মধ্যে পড়ে যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের দু’জনকে উদ্ধার করে মাগুরা আড়াইশ’ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

সারাবাংলা/এমএইচ

দুর্ঘটনা নির্মাণশ্রমিক মাগুরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর