Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনের হুমকি না দিয়ে আদালতে যান: ড. কামালকে ইনু


৭ জুন ২০১৯ ২০:৫৯

নোয়াখালী: খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘আইনের চোখে প্রমাণিত দুর্নীতিবাজকে মুক্ত করার জন্যে আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, বরং আদালতে গিয়ে আইনি লড়াই করুন।’

শুক্রবার (৭ জুন) দুপুরে নোয়াখালী সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে সভায় জাসদ সভাপতি ইনু এসব কথা বলেন। জেলা জাসদের সভাপতি নূর আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আজিজুল হক বকশীর সঞ্চালনায় এসময় জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের উদ্দেশে ইনু আরও বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবি মানে হচ্ছে রাজাকার, জামায়াত ও জঙ্গি পুনর্বাসন প্রকল্প এবং গণতন্ত্রের কবর রচনার চক্রান্ত। রাজাকার, জঙ্গি, জামাতের ঘনিষ্ঠ মিত্র এবং রক্ষক খালেদা-তারেকের সঙ্গে হাত মিলিয়ে গণতন্ত্র উদ্ধার হয় না। গণতন্ত্রের কবর রচনা হয়।’

এর আগে, গতকাল রাজধানীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের আহ্বান জানান জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সারাবাংলা/এমও

আন্দোলনের হুমকি খালেদা জিয়া ড. কামাল হোসেন হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর