Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক ব্যবসায় জড়িত সন্দেহে এক এসআই ক্লোজড


১১ জুন ২০১৯ ০৩:৩৮

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে মাদক ব্যবসায় জড়িত সন্দেহে সাইদুর রহমান নামের এক এসআই ক্লোজড করে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।

সোমবার (১০ মে) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের মুসলিমপাড়ায় জনতার হাতে ৫০ পিস ইয়াবা সহ আটক হওয়া এক মাদক ব্যবসায়ীর তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি সদর সার্কেল থেকে এসআই সাইদুর রহমানকে ক্লোজড করা হয়। ইয়াবা সহ আটক মাদক ব্যবসায়ী অর্জুন বসাক জেলা সদরের সিঙ্গিনালা এলাকার দুলাল বসাকের ছেলে।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহ আলম সারাবাংলাকে জানান, দীর্ঘদিন ধরে মুসলিমপাড়া এলাকার ভাড়া বাসা থেকে এক পুলিশ কর্মকর্তা মাদক ব্যবসা করছে বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলো। সোমবার বিকেলে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা আটকের পর এসআই সাইদুরের নাম বেরিয়ে আসে। এরপর পুলিশকে জানানোর পর পুলিশ এসে দুইজনকে থানায় নিয়ে যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাহাদাত হোসেন টিটো সারাবাংলাকে বলেন, ‘মাদক সহ আটক যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে খাগড়াছড়ি সদর সার্কেলের এসআই সাইদুর রহমানকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।’

খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি রওনক আনম সারাবাংলাকে বলেন, ‘এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ উঠায় তাকে ক্লোজড করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/ওএম

এসআই ক্লোজড খাগড়াছড়ি মাদক উদ্ধার

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর