Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ পণ্যের লাইসেন্স বাতিল করলো বিএসটিআই


১২ জুন ২০১৯ ০০:১৫

ঢাকা: ৫২টি পণ্য নিম্নমানের হওয়ায় ৪৩টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত এবং ৯টির লাইসেন্স বাতিল করেছিল মান নিয়ন্ত্রক সংস্থা স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। লাইসেন্স স্থগিত ৪২টি প্রতিষ্ঠানের পণ্য পুনরায় সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি মানোত্তীর্ণ হওয়ায় তাদের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএসটিআই। আর ১৬টি প্রতিষ্ঠানের পণ্য নিম্নমানের হওয়ায় সেগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুন) বিএসটিআইর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসটিআই জানায়, খোলাবাজার থেকে বিভিন্ন পণ্যের ৪০৬টি নমুনা কিনে পরীক্ষা করা হয়। প্রথম ধাপে পাওয়া ৩১৩টির মধ্যে ৫২টির নমুনায় নিম্নমান পাওয়া যায়। এর মধ্যে ৪৩টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত এবং ৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়। স্থগিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪২টি প্রতিষ্ঠানের নমুনা পুনরায় সংগ্রহ করা হয়। একটি প্রতিষ্ঠান নমুনা (বাংলাদেশ এডিবল অয়েল লিমিটের রূপচাঁদা ব্র্যান্ড সরিষার তেল) সরবরাহ না করায় সেটির লাইসেন্সের ওপর স্থগিতাদেশ বহাল রয়েছে। এই ৪২টির মধ্যে ২৬টি মানোত্তীর্ণ হওয়ায় সেগুলোর লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার এবং ১৬টি নিম্নমানের হওয়ায় সেগুলোর লাইসেন্স বাতিল করা হলো।

লাইসেন্স বাতিল ১৬ পণ্য হলো মিষ্টি মেলার লাচ্ছা সেমাই, ডানকান’স মিনারেল ওয়াটার, পুষ্টি সরিষার তেল, নূর স্পেশাল লবণ, দাদা সুপার লবণ, তিন তীর লবণ, মদিনা, স্টারশিপ লবণ, তাজ লবণ, মোল্লা সল্ট, প্রাণ হলুদের গুঁড়া, প্রাণ লাচ্ছা সেমাই, জেদ্দা লাচ্ছা সেমাই, ড্যানিশ কারি পাউডার, ড্যানিশ হলুদের গুঁড়া, সান চিপস ও অমৃত লাচ্ছা সেমাই।

স্থগিতাদেশ প্রত্যাহার করা পণ্যগুলো হলো দিঘী ড্রিংকিং ওয়াটার, আররা ড্রিংকিং ওয়াটার, এসিআই পিওর লবণ, এসিআই পিওর ধনিয়া গুঁড়া, মধুমতি লবণ, ডুডলস নুডুলস, প্রাণ কারি পাউডার, তীর সরিষার তেল, জিবি সরিষার তেল, ফ্রেশ হলুদের গুঁড়া, বাঘাবাড়ী স্পেশাল ঘি, মধুবন লাচ্ছা সেমাই, ওয়েল ফুড লাচ্ছা সেমাই, মিঠাই লাচ্ছা সেমাই, মধুফুল লাচ্ছা সেমাই, মেহেদী বিস্কুট, নিশিতা সুজি, মঞ্জিল হলুদের গুঁড়া, ডলফিন মরিচের গুঁড়া, ডলফিন হলুদের গুঁড়া, সূর্য মরিচের গুঁড়া, কিং ময়দা, গ্রিন ল্যান্ডস মধু, রূপসা ফারমেন্টেড মিল্ক, শান হলুদের গুঁড়া এবং মক্কা চানাচুর।

বিজ্ঞাপন

লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার হওয়া পণ্যগুলোর মান বাংলাদেশ মানের সমপর্যায়ে রেখে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রোজাকে সামনে রেখে বাজার থেকে ৪০৬টি পণ্যের নমুনা সংগ্রহ করে তার মান পরীক্ষা করে বিএসটিআই। গত ১মে প্রথম ধাপে ৩১৩টি পণ্যের মান পরীক্ষার ফল প্রকাশ করে তারা। সেখানে ৫২টি ব্র্যান্ডের পণ্যকে নিম্নমানের বলে ঘোষণা করা হয়। তবে পরে কয়েকটি পণ্য মানের পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় বিএসটিআই। এরপর দ্বিতীয় ধাপে বাকি ৯৩টি পণ্যের মান পরীক্ষার ফল প্রকাশ করা হল।

সারাবাংলা/কেকে/এমএইচ

নিম্নমানের পণ্য বিএসটিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর