নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে ২ মালিক কারাগারে
১২ জুন ২০১৯ ০০:৪৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদিত নকশা না মেনে ভবন নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় দুই মালিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ জুন) সিডিএতে দায়িত্বরত বিশেষ মহানগর হাকিম সাইফুল আলম চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
কারাগারে যাওয়া জামাল উদ্দিন ও মো. নূর হোসেন চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকায় দু’টি পৃথক ভবনের মালিক।
সিডিএ’র অথরাইজেশন অফিসার মনজুর হাসান সারাবাংলাকে বলেন, ‘দু’জন মালিক আমাদের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করেন। এতে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন হয়েছে। আমাদের একজন পরিদর্শক ইমারত নির্মাণ বিধিমালার ১২ এর ১ ধারায় তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে তাদের একাধিকার হাজিরের জন্য সমন জারি করেন। কিন্তু তারা হাজির হননি।’
তিনি জানান, মঙ্গলবার দুই ভবন মালিক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সম্প্রতি সিডিএতে বিচারিক হাকিম পদায়নের পর ইমরাত নির্মাণ বিধিমালা সংক্রান্ত বিভিন্ন মামলার কার্যক্রম এই আদালতে চলছে।
সারাবাংলা/আরডি/এমএইচ