Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের সাথে একাধিক প্রতিষ্ঠান জালিয়াতি করেছে: প্রাণ গ্রুপ


১২ জুন ২০১৯ ২০:৫৬

ঢাকা: সম্প্রতিকালে গণমাধ্যমে প্রকাশিত ‘চট্টগ্রাম বন্দরে ৩০ কন্টেইনার রেজিনের পরিবর্তে প্রাণ কোম্পানির সিমেন্ট আমদানি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রাণ গ্রুপ।

বুধবার (১২ জুন) প্রাণ গ্রুপের অ্যাসিন্টেন্ট জেনারেল ম্যানেজার জিয়াউল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বলা হয়।

জালিয়াতি, প্রাণের ৩০ কনটেইনার জব্দ চট্টগ্রাম বন্দরে

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাণ ডেইরি লিমিটেডকে ৫১০ মেট্রিক টন HDPE BM MARLEX 5502 BN PRIMARY FORM বা প্লাস্টিক রেজিন সরবরাহের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান জিপিজি মিডিল ইস্ট জেনারেল ট্রেডিং কোম্পানিকে ক্রয়াদেশ দেওয়া হয়। সে অনুযায়ী, এভারবেস্ট লজিস্টিকস লিমিটেডের মাধ্যমে ৩০ কন্টেইনার পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ১ জুন পণ্যগুলোর শুল্কায়ণ পরবর্তী খালাসের সময় কন্টেইনারের ভেতরে প্লাস্টিক রেজিনের পরিবর্তে সিমেন্টের ব্যাগ পাওয়া যায় বলে আমরা জানতে পারি। ঐদিনই আমরা সরবরাহকারী, শিপিং লাইন, চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগকে বিষয়টি লিখিতভাবে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করি। সরবরাহকারী প্রতিষ্ঠান জিপিজি মিডিল ইস্ট জেনারেল ট্রেডিং কোম্পানির পক্ষে এলসির পেমেন্ট বাতিলের জন্য আমরা ৩ জুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে অনুরোধ করি। উক্ত এলসিটি ১৮০ দিনের ডেফার্ড পেমেন্ট বিধায় এখনো কোনো লেনদেন সম্পন্ন হয়নি। আমরা আপনাদেরকে জানাতে চাই, উক্ত পণ্য সরবরাহ করতে আমাদের সঙ্গে কোনো এক বা একাধিক প্রতিষ্ঠান জালিয়াতি করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

আরও পড়ুন: প্লাস্টিক ঘোষণা দিয়ে সিমেন্ট এনেছে প্রাণ, মামলা দায়ের

একাধিক প্রতিষ্ঠানের জালিয়াতি প্রাণ প্রাণ ডেইরি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর