Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইপ্রাসে ৭ খুন: সিরিয়াল কিলার কি নারী অভিবাসী বিদ্বেষী?


১৩ জুন ২০১৯ ০৯:৩৫ | আপডেট: ১৩ জুন ২০১৯ ১০:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিকোস মেটাক্সাস

ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে এমন নারকীয় ঘটনা আগে কখনো ঘটেনি। সেখানের নিকোশিয়ার জেলাইটস গ্রামে একের পর এক ৫ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সবাই অভিবাসী নারী শ্রমিক। এছাড়া, সম্প্রতি পাওয়া গেছে আরও ২ শিশুর লাশ। এসব হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এপ্রিলে এক আর্মি ক্যাপ্টেনকে গ্রেফতার করা হয়। তার নাম নিকোস মেটাক্সাস। খবর বিবিসির।

নিকোস মেটাক্সাস’কে ভাবা হচ্ছে সাইপ্রাসের প্রথম সিরিয়াল কিলার হিসেবে। সে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে বলেছে, পাঁচ নারীকে হত্যার পাশাপাশি সে দুই নারীর দুই শিশু সন্তানকেও হত্যা করে।

নারী অভিবাসীদের ওপর সহিংসতার এই নজির সাইপ্রাসের নাগরিকদের ক্ষুব্ধ করে তুলেছে। সেখানে প্রতিবাদ মিছিল হচ্ছে। সরকারের প্রতি আঙুল তোলা হয়েছে ঘটনার শুরু থেকে গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত না করার জন্য।

বিজ্ঞাপন

এদিকে, সাইপ্রাসে কর্মরত প্রবাসী নারীরা বিশেষ করে নারী গৃহকর্মীরা সিরিয়াল কিলিং-এর এই ঘটনায় আতঙ্কে আছেন। আইনপ্রয়োগকারী সংস্থা জানার চেষ্টা করছে এই সিরিয়াল কিলারের অভিবাসী নারী বিদ্বেষী হওয়ার কারণ কি?

সারাবাংলা/এনএইচ

অভিবাসী নারী সাইপ্রাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর