অপহরণের ১৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, আটক ২
১৫ জুন ২০১৯ ১৪:৪২
হিলি: হিলিতে অপহরণের ১৫ দিন পর নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।
শনিবার (১৫ জুন) ভোর রাতে উপজেলার জাংগই বাজার এলাকার জসিম উদ্দিনের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিনের ছেলে আতিয়ার রহমান ও ওই গ্রামের রিক্তা বেগম নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তবে মূল আসামি নেওয়াজ শরিফকে আটক করতে পারেনি পুলিশ।
হাকিমপুর থানার পরিদর্শক (ওসি) রেজাউল ইসলাম জানান, ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল নেওয়াজ শরীফ। কিন্তু স্কুলে পড়া অবস্থায় প্রেম করবে না জানিয়ে সে প্রস্তাব প্রত্যখান করে ওই ছাত্রী। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৯ মে স্কুল থেকে ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করে নেওয়াজ শরীফ। রোকসানা (১৬) নামের নবম শ্রেনীর এক স্কুল শিক্ষার্থীকে অপহরন করে নিয়ে যায় নেওয়াজ শরিফ নামের এক যুবক। পরে অনেক খোঁজাখুঁজির পর স্কুলছাত্রীর বাবা শুক্রবার (১৪ জুন) রাতে হাকিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার ভোর রাতেই উপজেলার জাংগই বাজার এলাকার জসিম উদ্দিনের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে।
স্কুলছাত্রীকে উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএমএন