Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তাবিত বাজেট ব্যবসা ও জনবান্ধব: এফবিসিসিআই


১৫ জুন ২০১৯ ১৫:০৫

ঢাকা: ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও জনবান্ধব বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তবে নতুন ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৫ জুন) রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে জাতীয় বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি  শেখ ফজলে ফাহিম  এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

শেখ ফজলে ফাহিম বলেন, `২০১২ সালের ভ্যাট আইন এখনও বাস্তবায়ন হয়নি। এখন মাল্টিপল রেট আছে। সেই চর্চার সঙ্গে যারা জড়িত না সেখানে সীমাবদ্ধতা দেখা দিতে পারে। আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীরা যেন হয়রানি না হন।’

‘নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আবারও এফবিসিসিআইয়ের কোনো দূরত্ব তৈরি হবে কি না?’- এমন প্রশ্নের জবাবে ফাহিম বলেন, ‘আমরা মনে করি না এনবিআরের সঙ্গে আমাদের দূরত্ব আছে। কারণ দেশের সরকারি-বেসরকারি সংগঠনগুলোর সঙ্গে আমাদের কাজ করতে হয়। এখানে দূরত্ব কথাটির সঙ্গে আমরা একমত না।’

লিখিত বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘বাজেটে কৃষকের স্বার্থে শস্যবীমা চালু একটি প্রগতিশীল উদ্যোগ। বছরব্যাপী কৃষকের ফসলের ন্যায্যমূল্য ও সুষ্ঠু সাপ্লাই চেইন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে গুদাম নির্মাণ এবং উন্নয়নের উদ্যোগও সময়োপযোগী।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৪ সাল পর্যন্ত কর অবকাশ সুবিধা শিল্পখাতের বিকাশকে উৎসাহিত করবে। তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে ১ শতাংশ প্রণোদনা প্রদান এবং হ্রাসকৃত করহার বহাল রাখার সিদ্ধান্ত রফতানি ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ সহায়ক হবে।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে শেখ ফজলে ফাহিম বলেন, ‘নতুন বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক খাতের ওপর নির্ভরশীলতা কমিয়ে বৈদেশিক উৎস, অবকাঠামো ফান্ড ও বন্ড এবং অন্যান্য ফিন্যান্সিয়াল টুলসের ওপর জোর দেয়ার অনুরোধ করছি।’

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকার যদি বেশিমাত্রায় ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে এর প্রভাব বেসরকারি খাতে পড়বে। ব্যাংকিং খাতের ওপর থেকে চাপ কমাতে অন্যান্য উৎস থাকলে ভালো হয়।’

কালো টাকাবিষয়ক এক প্রশ্নের উত্তরে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বাজেটে কালো টাকার কথা বলা নেই। সেখান অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের কথা বলা হয়েছে।’

তিনি বলেন, ‘২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে যাবে৷ আমরা চাই ইনফরমাল ইকোনমি ফরমাল ইকোনমিতে আসুক। অপ্রদর্শিত অর্থের উৎস যেহেতু সঠিক আছে সেহেতু আমরা প্রস্তাবকে ওয়েলকাম জানাই।’

সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সিদ্দিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচটি/জেডএফ/পিটিএম 

এফবিসিসিআই বাজেট বাজেট ২০১৯-২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর