Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কৃতিতে জাতীয় বাজেটের এক শতাংশ বরাদ্দের দাবি


১৫ জুন ২০১৯ ১৯:০৫

ঢাকা: জাতীয় বাজেটের কমপক্ষে এক শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সংগঠনটির দাবি, ‘২০১৯-২০ জাতীয় বাজেটে সংস্কৃতি খাতকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে।’ শনিবার (১৫ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

এসময় এক শতাংশ বরাদ্দের পাশাপাশি আরও ১১ টি দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ‘ঘোষিত বাজেটটি বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক জাগরণের জন্য বড় একটি অন্তরায়। সরকারের সংস্কৃতিবান্ধব নীতির সঙ্গে এই বাজেট সাংঘর্ষিক। আমরা আশা করেছিলাম সংস্কৃতির উন্নয়নে এবার এই খাতে বড় বাজেট ঘোষণা করা হবে। কিন্তু এবারের বাজেটে আরও ৫০ কোটি টাকা কম বরাদ্দ এসেছে।’

তিনি আরও বলেন, ‘ন্যায়ভিত্তিক মানবিক সমাজ গঠনে সারাদেশে সাংস্কৃতিক জাগরণ সময়ের দাবি। দেশ থেকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার মূল উৎপাটন করতে সংস্কৃতি সহায়ক ভূমিকা রাখতে পারে। তাই আমরা আরও বড় আকারের বরাদ্দের দাবি জানাচ্ছি।’

গণসঙ্গীত শিল্পী সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর বলেন, ‘আমাদের দেশের বিদ্যমান রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে সংস্কৃতির ধারাকে প্রবাহমান রাখতে এই খাতে সরকারের আরও গুরুত্ব দেয়া উচিত। এই বিষয়ে আমরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আইটিআই বাংলাদেশের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আইটিআই আন্তর্জাতিক পর্যায়ের সভাপতি রামেন্দ্র মজুমদার, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্ল্যাহসহ বিভিন্ন গ্রুপ থিয়েটার এবং সাংস্কৃতিক নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ওএম/এমও

এক শতাংশ বরাদ্দ জাতীয় বাজেট বাজেট ২০১৯-২০ সম্এমিলিত সাংস্কৃতিক জোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর