প্রাণের হলুদ, পুষ্টির তেলসহ ১৬ পণ্যের লাইসেন্স বাতিল
১৬ জুন ২০১৯ ১৪:৪৬
ঢাকা: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পুনঃপরীক্ষায় প্রাণের হলুদ, পুষ্টির তেলসহ বিভিন্ন কোম্পানির ১৬টি পণ্য উত্তীর্ণ হতে পারেনি। এ কারণে ওই ১৬টি পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে।
রোববার (১৬ জুন) বিএসটিআই এর আইনজীবী আদালতকে এসব তথ্য জানিয়েছেন।
যে ১৬টি পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে সেগুলো হলো- মিষ্টি মেলার লাচ্ছা সেমাই, ডানকান’স মিনারেল ওয়াটার, পুষ্টি সরিষার তেল, নূর স্পেশাল লবণ, দাদা সুপার লবণ, তিন তীর লবণ, স্টারশিপ লবণ, তাজ লবণ, মোল্লা সল্ট, প্রাণ হলুদের গুঁড়া, প্রাণ লাচ্ছা সেমাই, জেদ্দা লাচ্ছা সেমাই, ড্যানিশ কারি পাউডার, ড্যানিশ হলুদের গুঁড়া, সান চিপস ও অমৃত লাচ্ছা সেমাই।
এসময় আদালত বলেন, ‘অনেক সময় আমরা শুনি পণ্য পরীক্ষায়ও লেনদেন হয়। এমনটা আমাদের সামনে এলে দুদককে নয়, সোজা জেলে পাঠিয়ে দেওয়া হবে।’
উল্লেখ্য, রমজান উপলক্ষে বিএসটিআই ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছিল। এর মধ্যে ৩১৩টি পণ্যের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ৩১৩টির মধ্যে ৫২ পণ্য মানহীন বলে প্রতিবেদন দেয় বিএসটিআই। পরে পুনঃপরীক্ষায় উতরে যায় ৩৬টি পণ্য।
আরও পড়ুন: ভোক্তা অধিকারকে ২ মাসের মধ্যে হট লাইন চালুর নির্দেশ
সারাবাংলা/এআই/এমও