Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ির পাশের জঙ্গলে মিলল শিশুর মৃতদেহ


১৭ জুন ২০১৯ ০০:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: নিখোজেঁর দুইদিন পর নাটোরের গুরুদাসপুর থেকে মরিয়ম নামে ৫ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, উপজেলার দড়ি বামনগাঁড়া গ্রামের ভাটা শ্রমিক নিজাম উদ্দিনের মেয়ে মরিয়ম শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মরিয়মের বাবা শনিবার (১৫ জুন) সন্ধ্যায় গুরুদাসপুর থানা অভিযোগ করেন।

পরে রোববার (১৬ জুন) সকালে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ শুরু করে। এক পর্যায়ে দুপুরে বাড়ির পাশের জঙ্গল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। মরিয়মের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শিশু মরিয়মের মৃত্যুর সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

মৃতদেহ উদ্ধার শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর