Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামাল খাসোগি হত্যাকাণ্ড: তদন্তের মুখে সৌদি যুবরাজ


১৯ জুন ২০১৯ ১৯:৩৬

সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের বিচারে গঠিত বিশেষ ট্রায়ালকে নিম্নমানের, আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য, নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত এজেন্স ক্যাললামার্ড। খবর বিবিসির।

এই প্রশ্নবিদ্ধ গোপন ট্রায়ালে সৌদি আরবের পক্ষ থেকে খাসোগি হত্যাকাণ্ডে ১১ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে ৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদিও সৌদি কর্তৃপক্ষ বলছে এই ট্রায়াল সম্পূর্ণভাবে সৌদি যুবরাজের প্রভাবমুক্ত ছিল।

বিজ্ঞাপন

এই হত্যাকাণ্ডে গঠিত ট্রায়ালের কার্যক্রম পর্যবেক্ষণ করে জাতিসংঘের এই বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, এ হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান এবং রাজতন্ত্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জড়িত থাকার স্পষ্ট প্রমাণ রয়েছে। সুতরাং তাদের বাদ দিয়ে সুষ্ঠু তদন্ত ও সুবিচার সম্ভব নয়।

উল্লেখ্য, তুরস্কের সৌদি কন্স্যুলেটের ভিতরে জামাল খাসোগিকে ২০১৮ সালের ২ অক্টোবর হত্যা করা হয়।

সারাবাংলা/এমআই

সৌদি যুবরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর