Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ভারতের ৫ রুটে বাস চলাচল উদ্বোধন


২ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৫

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা : বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক রুটে বিআরটিসি’র নতুন বাস সার্ভিস চালু হয়েছে। পাঁচ রুটে সপ্তাহে তিনদিন যাবে এ সব বাস। ‘শ্যামলী এনআর ট্যাভেলস’ নামে চালু হওয়া এসব বাসে যাত্রীরা পাবেন আগের চেয়ে উন্নত ও আধুনিক সেবা। ভাড়াও রয়েছে আগের মতোই।

বাসগুলো চলবে ঢাকা-কলকাতা-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি-ঢাকা, ও ঢাকা-আগরতলা-ঢাকা রুটে।

টেন্ডারের মাধ্যমে প্রথম চারটি রুট এনআর ট্রাভেলস ও ৫ নং রুটটি রয়েল কোচ সার্ভিস বিআরটিসি’র পক্ষে অপারেটর হিসেবে নিয়োগ পেয়েছে।

সপ্তাহের সোম, বুধ  ও শুক্রবার সকাল সাড়ে ৭টা ও রাত ১০ টা ১৫ মিনিটে কমলাপুর থেকে ভারতের উদ্দেশে বাসগুলো ছেড়ে যাবে। শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে কলকাতা থেকে ছেড়ে আসবে এসব বাস।

শুক্রবার সকালে রাজধানীর কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনালে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব এহছানে এলাহী, এনআর ট্রাভেলস’র চেয়ারম্যান রন্দ্রেনাথ ঘোষ প্রমুখ।

সকাল সাড়ে ৭টায় বেলুন উড়িয়ে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। পরে একে একে ৩টি বাসই বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনাল ছেড়ে যায়। এসময় বাসে ভ্রমণ করা যাত্রীদের মধ্যেও দেখা গেছে উৎসবের আমেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেন, পরিবহন খাতে নেটওয়ার্ক বাড়ানোর মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হবে। বহু আগে থেকেই ঢাকার সঙ্গে কলকাতার সুসম্পর্ক রয়েছে। নতুন বাস সার্ভিস চালুর মাধ্যমে এই সম্পর্ক আরও উন্নত হবে। আমি মনে করি, এসব বাসে যাত্রী সেবা আরও বাড়বে। আর যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে সেবার মান বাড়াতে হবে। বাসগুলোতে সেবার মানসিকতা বজায় রাখতে হবে।

বিজ্ঞাপন

বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, নতুন এই বাস সার্ভিসে যাত্রীরা আরও উন্নত সেবা পাবেন। এত বাংলাদেশ-ভারত রুটে সেবা আরও উন্নত হবে। পণ্য পরিবহনের ক্ষেত্রেও আমাদের সেবা বাড়বে।

বর্তমানে ঢাকা-কলকাতা রুটে বাসের ভাড়া ১৯০০ টাকা। ঢাকা-শিলং-গৌহাটি আসা যাওয়া ৫১০০ টাকা। নতুন বাসেও ভাড়া একই হবে। টিকেট পাওয়া যাবে কমলাপুর বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনাল কাউন্টার, আরামবাগ শ্যামলী বাস কাউন্টার, কল্যাণপুর ও পান্থপথের শ্যামলী কাউন্টারে।  এছাড়া নারায়ণগঞ্জের চাষাড়া ও সাভার বাসস্ট্যান্ডে শ্যামলী কাউন্টার থেকে যাত্রীদের দেওয়া হবে এসব বাসের টিকেট।

সারবাংলা/ইএইচটি/টিএম/একে

বাংলাদেশ-ভারত বাস রুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর