উত্তর কোরিয়া সফরে শি জিনপিং
২০ জুন ২০১৯ ১২:২১
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে সে দেশে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (২০ জুন) তিনি উত্তর কোরিয়া পৌঁছেছেন বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ।
ওয়াশিংটনের সঙ্গে পিয়ং ইয়ংয়ের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার স্থিতবস্থার ভেতর শি জিনপিংয়ের এই সফর। জিনপিংয়ের উত্তর কোরিয়া সফরে তার সঙ্গী হয়েছেন স্ত্রী পেং লিউওয়ান ও চায়না কমিউনিস্ট পার্টির কয়েকজন কর্মকর্তা।
এদিকে, চৌদ্দ বছর পর প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করছেন। এই সফরে দুই দেশের আন্তঃসম্পর্ক উন্নয়ন, পিয়ং ইয়ংয়ের পারমাণবিক প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে বেইজিংয়ের সমর্থন বিষয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
উল্লেখ্য, পারমাণবিক প্রকল্পের ব্যাপারে জাতিসংঘের অনুমোদন ইস্যুতে বেইজিংয়ের ইতিবাচক অবস্থান নিশ্চিত করতে ২০১৮ সালে চার বার চীন সফর করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
সারাবাংলা/এমআই