ঢাকা: শ্যামপুর এ কে উচ্চ মাধ্যমিক স্কুলের সাময়িক বরখাস্ত অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ-পরিচালক জানান, রমনা মডেল থানার মামলা নম্বর-১১। দুদকে অধ্যক্ষ (সাময়িক বরখাস্ত) মো. সেলিম ভূঁইয়ার দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৯ লাখ ৭৫ হাজার ৯৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তিনি ২০১৭ সালের ৪ জুলাই কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেছিলেন।
এছাড়া ১ কোটি ৩১ লাখ ১১ হাজার ৮৮৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। একই সঙ্গে দুদকের অনুসন্ধানে তার নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায় ৪ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৪১৩ টাকার। যা দুদকের অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে প্রমাণিত বলেও জানান দুদকের এই কর্মকর্তা।
সারাবাংলা/এসজে/এমও