Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ১০০


২০ জুন ২০১৯ ২০:৩৮

উত্তর-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত ৪৮ ঘণ্টার লড়াইয়ে মৃত্যু হয়েছে অন্তত এক শ জনের।

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি নামের একটি দাতব্য সংস্থা জানায়, হামা প্রদেশের উত্তরে তালমেলেহ গ্রামে সংঘর্ষে। ৮৯ জন বিদ্রোহী ও ৪১ জন সিরীয় সৈন্য মারা গেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলছে, তাল মেলেহ এবং তার আশেপাশের এলাকায় হায়েত তাহরির আল শামসের (এইচটিএস) বিরুদ্ধে সেনা অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু মোট মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি সানা।

গত সেপ্টেম্বরে ইদলিবে বিদ্রোহীদের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছিল তবে তা ভেঙে যায়। দীর্ঘদিন ধরে রাশিয়া এবং তুরস্কের বিরুদ্ধে এ অঞ্চলের বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এনএইচ

সংঘর্ষ সিরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর