আইনের শাসনের মাধ্যমেই নুসরাত হত্যার বিচার হবে: দস্তগীর গাজী
২০ জুন ২০১৯ ২২:৫৪
নারায়ণগঞ্জ: আইনের শাসনের মাধ্যমেই নুসরাত হত্যার বিচার হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে যুগ্ম সচিব পদোন্নতিপ্রাপ্ত নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়ার বিদায় উপলক্ষে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জামিনের বিষয়ে রাজনৈতিক কোন সম্পৃক্ততা নেই, প্রচলিত আইনের মাধ্যমেই খালেদা জিয়ার জামিন হয়েছে। এছাড়া দেশে আইনের শাসন আছে বলেই নুসরাত হত্যার ঘটনায় ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করা হয়েছে এবং বিচারিক কাজ চলছে। সুতরাং বর্তমান সরকারের আমলে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে।
গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকার দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সরকারের কর্মকর্তাদেরও জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তাদের নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখতে হবে। আমরা এগিয়ে যেতে চাই, সমৃদ্ধ হতে চাই।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, মানুষের গড়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, প্রয়োজন মনুষত্ববোধ। প্রতিটি সন্তান তার বাবা মাকে ভালবাসতে হবে এবং সম্মান করতে হবে। আর বাবা মাকে ভালবাসলে ও সম্মান দিলেই সমাজ বিকশিত হবে। অর্থনৈতিকভাবে যদি সমৃদ্ধশালী দেশ রেখে যেতে পারি, তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের শ্রদ্ধাভরে স্মরণ করবে। তারাও বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ অনেকে।
সারাবাংলা/এমএইচ