Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে গিরিখাতে বাস: ৪০ জনের মৃত্যু


২১ জুন ২০১৯ ১০:৪৪

যাত্রীবাহী বাস সরু গিরিখাতে পড়ে ভারতের হিমাচল প্রদেশে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) কুল্লু জেলার পাহাড়ি রাস্তা থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। অনেকেই চড়েছিলেন বাসের ছাদে। খবর বিবিসির।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামাগুড়ি দিয়ে বাসটি নিচে পড়তে থাকে ও দুমড়েমুচড়ে পড়ে যায় গভীরে। ঘটনাস্থলের ছবিতে অনেককে উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে।

বিজ্ঞাপন

কুল্লু পুলিশ প্রধান সালিনি অগ্নিহত্রী বলেন, হতাহতদের মধ্যে অনেকে নারী ও শিশু রয়েছেন।

ভারতে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে তবে দুর্গম ও পাহাড়ি অঞ্চল হিমাচলে এই হার বেশি। গত দশ বছরে হিমাচলে ৩০ হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মারা গেছেন ১১ হাজার মানুষ ও আহত হয়েছেন ৫৪ হাজার।

সারাবাংলা/ এনএইচ

ভারত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর