চলে গেলেন শেলটেকের এমডি তৌফিক এম সেরাজ
২১ জুন ২০১৯ ১৭:৪০
ঢাকা: আবাসন প্রতিষ্ঠান শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌফিক এম সেরাজ আর নেই। শুক্রবার (২১ জুন) ভোর তিনটার দিকে দোহায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
শেলটেকের সহকারী ব্যবস্থাপক রবার্ট কে. দারিয়া জানান, বৃহস্পতিবার তৌফিক এম সেরাজ কাতার এয়ারওয়েজে দোহা হয়ে স্পেন যাচ্ছিলেন। তার সঙ্গে শেলটেকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদও ছিলেন।
দোহা বিমানবন্দরে তাদের ফ্লাইটটি অবতরণের আগ মুহূর্তে ভোর পৌনে ৩টার দিকে এম সেরাজ হৃদরোগে আক্রান্ত হন।
তিনি জানান, উড়োজাহাজ অবতরণের আগে তৌফিক এম সেরাজ টয়লেটে যান। দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় কোম্পানি চেয়ারম্যান গিয়ে দেখতে পান টয়লেট রুমে তৌফিক সেরাজ অচেতন হয়ে পড়ে আছেন। পরে দোহা বিমানবন্দরের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেশায় প্রকৌশলী তৌফিক এম সেরাজ ছিলেন আবাসন ব্যবসায়ীদের প্রতিষ্ঠান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রথম সভাপতি।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
সারাবাংলা/একে