Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা ইপিজেডে আগুন ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে


২২ জুন ২০১৯ ১৩:১০

কুমিল্লা: কুমিল্লার রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বক্রম তৈরির একটি কারখানার আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টায় ইপিজেডের ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেড নামে ওই কারখানায় আগুন লাগে। কুমিল্লা ইপিজেডের ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

কুমিল্লা জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রান্ত নাথ সাহা বলেন, বক্রম তৈরির ওই কারখানায় তুলা ও সুতা ছিল। সকাল ৮টার দিকে সেখানে আগুন লাগার খবর পাই। ১১টা নাগদি আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো সেখানে কাজ করছেন। হতাহতের কোনো খবর আমরা পাইনি। আগুন লাগর কারণও এখনো জানা যায়নি।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ইপিজেড গেটে গেলে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইপিজেড কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথাও বলেননি।

সারাবাংলা/টিআর

আগুন ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেড কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস বক্রম তৈরির কারখানা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর