শিক্ষায় এগোলে সমৃদ্ধ হবে দেশ: বস্ত্র ও পাটমন্ত্রী
২২ জুন ২০১৯ ১৮:৩৮
নারায়ণগঞ্জ: শিক্ষাবিহীন জাতি কখনোই উন্নতি করতে পারে না বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। তিনি বলেন, ‘শিক্ষায় যে জাতি যত বেশি অগ্রগামী, সে দেশ ততই উন্নয়ন মাত্রায় সমৃদ্ধ।’
শনিবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাজী ভবনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আর্থিক অনুদান ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনেকটা এগিয়ে নিতে চেষ্টা করছেন। সরকার দেশে শিক্ষার হার শতভাগ নিশ্চিত করতে কাজ করছে।’
শেখ হাসিনা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বর্তমান সরকারের আমলে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। রূপগঞ্জসহ দেশের প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ হয়েছে। স্কুল, কলেজ, মাদরাসায় স্থাপন করা হয়েছে কম্পিউটার ল্যাব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।
সভাপতির বক্তব্যে মেয়র হাছিনা গাজী বলেন, ‘টেকসই শান্তি নিশ্চিতে ভবিষ্যত প্রজন্মের শিক্ষায় বিনিয়োগ করতে হবে এবং আওয়ামী লীগ সরকার সেটি করেছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ, রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুর রহমান, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতার হোসেন, গোলাকান্দাইল মজিবর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তারসহ অনেকে।
সারাবাংলা/এমএইচ/একে