Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা চায় বিএনপি


২৩ জুন ২০১৯ ১৭:৩৮

ঢাকা: জাতীয় সংসদে যেসব ঋণখেলাপির তালিকা দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটি দেখতে চায় বিনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ব্যাংক দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের বসানো হয়েছে। স্বাভাবিকভাবেই ব্যাংকে ঋণখেলাপি বাড়ার কথা। শুনেছি, ঋণখেলাপিদের তালিকা সংসদে দেওয়া হয়েছে। এখন আমরা দেখতে চাই সরকার তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।’

রোববার (২৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। ‘২৩ জুন পলাশী ষড়যন্ত্রের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি সংগঠন।

বাংলাদেশে এখন বাজার দখলের প্রতিযোগিতা চলছে উল্লেখ করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদ বাংলাদেশের বাজার দখলের জন্য মরিয়া। আজকে সুবিধাবাদী গোষ্ঠীর জন্য অস্বাভাবিক সরকার অস্বাভাবিক একটা বাজেট দিয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এত বড় ব্যবসায়ীকে কখনও অর্থমন্ত্রী বানানো হয়নি। এই অর্থমন্ত্রী সুবিধাবাদীদের জন্য বাজেট দিয়েছেন। এতে মধ্যবিত্তদের ওপরে চাপ বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। দেশের প্রায় সব শ্রেণির মানুষ মোবাইল ফোনে ব্যবহার করে। সেই মোবাইল ফোনে কর বৃদ্ধি করা হয়েছে। এখন ১০০ টাকার মধ্যে ২৭ টাকা চলে যাবে কর পরিশোধ করতে। এই একটি উদাহরণেই বোঝা যায় যে, এই বাজেট সুবিধাভোগী ব্যবসায়ীদের জন্য করা হয়েছে। যারা মুদ্রা পাচার করে, ঋণখেলাপি তারাই এ বাজেট থেকে সুবিধা পাবে।’

উন্নয়নের নামে মেগা প্রোজেক্ট করে জনগণের পকেট থেকে টাকা চুরি করা হচ্ছে অভিযোগ করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গ্যাস-বিদ্যুৎ-পানির বিল বাড়িয়ে, ভ্যাট সম্প্রসারণ করে গরীব মানুষের কাছে থেকে টাকা আদায় করা হচ্ছে। আর এর সুবিধা নিচ্ছে সুবিধাভোগী ব্যবসায়ীরা ‘

কালো টাকা সাদা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ৫ বছরে কারা কালো টাকা কামিয়েছে?আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীরা। তাদের সুবিধার জন্যই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক নেতা শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

ঋণখেলাপি জাতীয় সংসদ বাজেট বিএনপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর