Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগে মিলল দেহ, পরদিন মাথা


২ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:০৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট 

রংপুর : রংপুরের ভগিবালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের চিলেকোঠা থেকে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মাদ্রাসা ছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধারের পর সেপটিক ট্যাংক থেকে ছিন্ন মাথাটিও উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মাথাটি উদ্ধার করা হয়।

ওই ছাত্রের নাম তানভীরুল ইসলাম তালহা। সে মসজিদ লাগোয়া রহমানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। তার বাবা রংপুর সেনানিবাসে কর্মরত সার্জেন্ট খান জাহান আলী।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ওলিয়ার জানিয়েছে, বুধবার তালহা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর তার খোঁজ মিলছিল না। বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদের খাদেম ঘরটি পরিষ্কার করতে গিয়ে মাথাবিহীন দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, শুক্রবার সকাল থেকে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ও পুলিশ সদস্যরা গোটা এলাকায় তল্লাশি শুরু করে। বেলা ১২টার দিকে ছিন্ন মাথাটি উদ্ধার করে পুলিশ।

উপ-পরিদর্শক ওলিয়ার বলেন, পুলিশের পাশাপাশি পিবিআই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও মসজিদ কমিটির সদস্যসহ ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সারাবাংলা/টিএম/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর