Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গি-সন্ত্রাস রোধে বাসা ও অফিসে সিসি ক্যামেরা বসানোর আহ্বান


২৪ জুন ২০১৯ ১৪:৫৬

ঢাকা: জঙ্গি এবং সন্ত্রাস মোকাবিলায় বাসা ও অফিসে সিসিটিভি (ক্লোজড সার্কিট টেলিভিশন) ক্যামেরা বসানোর আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ( ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এদিকে জঙ্গি, সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় থানা ও পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (২৪ জুন) দুপুরে রাজধানীর গুলশানে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করণীয়’  নিয়ে আয়োজিত সেমিনারে তারা এসব আহ্বান জানান।

বিজ্ঞাপন

সেমিনারে দেওয়া বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, গতকাল  ভাড়াটিয়া তথ্য ফরম সপ্তাহ শেষ হয়েছে। এই ফরম সংগ্রহে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। নতুন করে আরও পাঁচ লাখ ভাড়াটিয়া তথ্য ফরমে যুক্ত হবে বলে আশা করেন কমিশনার।

তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পরিবারের ভুমিকাই বেশি। পরে সামাজিক এবং আইনি প্রক্রিয়ার সমন্বয় প্রয়োজন। এ বিষয়ে দেশের  এগিয়ে চলা অনেককে ঈর্ষান্বিত করছে । সাইবার ওয়ার্ল্ডে দেশকে অস্থির করতে অনেক দেশ ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন কমিশনার।

সেমিনারে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, নিরাপদ বাংলাদেশের প্রধান হুমকি জঙ্গি ও সন্ত্রাসবাদ। ভিশন ২০২১ বাস্তবায়নে জঙ্গিবাদ যাতে হুমকি হয়ে দাঁড়াতে না পারে সেজন্য হলি আর্টিজান হামলার পর থেকেই সারাদেশের মানুষকে একসাথে নিয়ে আলোচনা সভা চালানো হচ্ছে।

পরে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যা পুলিশের  একার পক্ষে সম্ভব না। এ বিষয়ে জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে হবে। আমাদের সন্তান, ভাইবোন, আত্মীয় স্বজনরা কি অবস্থায় আছে তা জানি না। তাই জঙ্গি, সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় থানা, পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

বিজ্ঞাপন

সেমিনারে সিটিটিসির (স্পেশাল প্রোটেকশন গ্রুপ) কমকর্তা প্রলয় কুমার জোয়ারদার, গুলশান বিভাগের উপ কমিশনার মোস্তাক আহমেদ খানসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/জেডএফ 

জঙ্গি জঙ্গিবাদ ডিএমপি কমিশনার সন্ত্রাস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর