Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়ের জন্য পাত্র দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় বাবার মৃত্যু


২৮ জুন ২০১৯ ১৭:১৮

রাজশাহী: মেয়ের জন্য পাত্রী দেখতে অটোরিকশায় চড়ে রাজশাহীর গোদাগাড়ীর নিমতলা এলাকা থেকে পবার বায়া এলাকায় যাচ্ছিলেন বাদশা (৪৫)। পথে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শুক্রবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে মহানগরীর মোল্লাপাড়া লিলি সিনেমা হলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়াডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু

পুলিশ ও বাদশার পরিবার সূত্রে জানা গেছে, গোদাগাড়ীর নিমতলা এলাকায় বাদশার বাসা। মেয়ের জন্য পাত্র দেখতে পবার বায়া এলাকায় পরিবার নিয়ে যাচ্ছিলেন তারা। পথে দারুশা সংযোগ সড়ক থেকে মোল্লাপাড়া লিলি সিনেমা হলে মোড়ে বাইপাসে ওঠার সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এসআই মশিউর জানান, ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ভেঙে চুরমার হয়ে যায় এবং বাদশা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

সারাবাংলা/টিআর

বাবার মৃত্যু রাজশাহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর