ফ্রান্সে সর্বোচ্চ ৪৫.৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
২৯ জুন ২০১৯ ১০:৩৭
ইউরোপ জুড়ে বইছে তীব্র তাপদাহ। এরইমধ্যে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর গ্যালারগস-লি-মনটাক্সে রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা পূর্বের চাইতে কয়েক ডিগ্রি বেশি। এর আগে, ২০০৩ সালে দক্ষিণপূর্বের কারপেনট্রাসে ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। শুক্রবার (২৮ জুন) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানায়।
ফ্রান্সের রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা জানায়, গ্যালারগস শহরে শুক্রবার বিকেল ৪ টা ২০ মিনিটে ফ্রান্সের সর্বোচ্চ ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়াবিদ ইতিনি কাপিকান বলেন, এবার প্রথমবারের মতো তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াল। যা অস্বাভাবিক।
প্রায়ই প্রতিবছরই তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় গ্রিন হাউস গ্যাস নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয় সবাইকে আবারও ভাবিয়ে তুলছে। আগামী বছরগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কথা স্বীকার করে বলেছেন, আমাদের শিকড় থেকে সবকিছু বদলানো উচিত। যেভাবে আমরা কাজ করছি অথবা নির্মাণ করছি।
সারাবাংলা/এনএইচ
জলবায়ু পরিবর্তন ফ্রান্স বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সর্বোচ্চ তাপমাত্রা