বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করতে সম্মত ট্রাম্প ও শি
২৯ জুন ২০১৯ ১৫:৩৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আবারও দুদেশের বাণিজ্য আলোচনা শুরু করতে একমত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্কারোপের কারণে সৃষ্ট অবিশ্বাস ও বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা এসেছে। এই সংকট নিরসনে জাপানে চলমান জি-২০ সম্মেলনে ট্রাম্প ও শি আলোচনা শুরু করতে সিদ্ধান্ত নেন বলে শনিবার (২৯ জুন) বিবিসির খবরে বলা হয়।
শি’র সঙ্গে বৈঠককে ট্রাম্প ‘চমৎকার’ বলে বর্ণনা করেন। যদিও এর আগে হোয়াইট হাউজ জানিয়েছে, চীনের ওপর বাড়তি ৩ শ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করা হবে। তবে ওসাকায় উভয় নেতার বৈঠকের পর ট্রাম্প সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। আপতত আলোচনায়ই আস্থা ট্রাম্পের।
ট্রাম্প আরও জানান চীন-যুক্তরাষ্ট্রের বিবাদমান বিষয়গুলো তাদের বাণিজ্য আলোচনার শেষের দিকে গুরুত্ব পাবে। হুয়াওয়ের সঙ্গে বাণিজ্য করতে পারবে মার্কিন কোম্পানিগুলো। তবে বিষয়ে মার্কিন বা চীনা প্রশাসন কোনো পক্ষই বিস্তারিত তথ্য জানায়নি।
সারাবাংলা/এনএইচ