ইয়েলো ভেস্ট আন্দোলন; ৩৩ তম সপ্তাহেও চলমান
২৯ জুন ২০১৯ ১৯:৪৩
ফ্রান্সের রাজধানী প্যারিসে টানা ৩৩ তম সপ্তাহে গড়িয়েছে ইয়েলো ভেস্ট আন্দোলন। খবর স্পুটনিক নিউজের।
শনিবার (২৯ জুন) ফ্রান্সের সরকারী দমন নীতির বিরুদ্ধে কথা বলতে রাস্তায় নামেন ১০ হাজার আন্দোলনকারী।
প্রাথমিকভাবে পরিকল্পিত জ্বালানী ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে গত বছরের (২০১৮) নভেম্বর মাসে ইয়েলো ভেস্ট আন্দোলন শুরু হয়। পরে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করলে,আরও বড় পরিসরে সরকারের বিভিন্ন দমন নীতি বিরোধী প্লাটফর্ম হয়ে ওঠে এই ইয়েলো ভেস্ট আন্দোলন।
এই আন্দোলনের বিশেষত্ব হলো, প্রতি সপ্তাহান্তে ছুটির দিনে দাবি দাওয়া নিয়ে রাস্তায় হাজির হন হাজার হাজার আন্দোলনকারী এবং তাদের পরনে থাকে হলুদ রংয়ের ভেস্ট।
সারাবাংলা/একেএম