Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালুকায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩


১ জুলাই ২০১৯ ০৭:০৫

ময়মনসিংহের ভালুকায় চলন্ত একটি ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিয়ে মাছবাহী পিকআপ ভ্যানের চালক ও হেল্পারসহ ৩ জন নিহত হয়েছেন।

সোমবার (০১ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম সারাবাংলাকে জানান, ঢাকাগামী একটি ট্রাককে পেছন দিক থেকে মাছবাহী একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি ওই ট্রাকের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটির কেবিনে থাকা চালক, হেল্পার ও মাছের মালিক নিহত হন।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তাদের লাশের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সারাবাংলা/ এসএইচ

নিহত ৩ ভালুকা সংঘর্ষে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর