এরশাদ শঙ্কামুক্ত নন তবে গুজব ছড়াবেন না: জি এম কাদের
১ জুলাই ২০১৯ ১৩:৪৭
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ছোট ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তবে তার শারীরিক অবস্থা বা মৃত্যু নিয়ে কোনো গুজব না ছড়াতে তিনি সবার প্রতি আহ্বান জানান। এ বিষয়ে বুঝে শুনে মন্তব্য করতেও অনুরোধ করেন তিনি।
সোমবার (১ জুলাই) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জি এম কাদের।
সকাল পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে যে কথা হয়েছে সে প্রসঙ্গ টেনে জি এম কাদের বলেন, ‘তারা (চিকিৎসকরা) আমাদের বলেছেন যে, তার (এরশাদ) শারীরিক অবস্থা স্থিতিশীল বা অপরিবর্তিত। চিকিৎসকরা বলছেন, স্থিতিশীল থাকা শুভ লক্ষণ। তার মানে হলো তার অবস্থা খারাপের দিকে যায়নি। তার ফুসফুসে যে ইনফেকশন (সংক্রমণ) ছিল সেটা কিছুটা কমের দিকে। গতকাল শ্বাসকষ্ট ছিল, সেটা আজ কমেছে। তবে আজ উনার কিডনিতে ইনফেকশন বেড়েছে। কিডনি কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। উনার অবস্থা অপরিবর্তিত। মেজর কমপ্লিকেসি (প্রধান জটিলতা) কমে আসছে, অন্য দিকে কিছু কমপ্লিকেশন তৈরি হচ্ছে। তার অনেক বয়সও হয়েছে। তার অবস্থা স্থিতিশীল হলেও তিনি শঙ্কামুক্ত নন।’
এরশাদ সংকটাপন্ন, অবস্থা অপরিবর্তিত
এসময় দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে কি না তা জানতে চান এক সাংবাদিক। জবাবে জি এম কাদের বলেন, ‘দেশে যা চিকিৎসা হচ্ছে তা স্যাটিসফ্যাক্টরি (সন্তোষজনক)। চিকিৎসকরা বলেছেন এই অবস্থায় তাকে কোথাও নেওয়া ঠিক হবে না। তবু এই সিদ্ধান্ত তারা আমাদের ওপর ছেড়ে দিয়েছেন। কিন্তু আমরা চিকিৎসকদের ওপরই ভরসা রাখছি।’
আরেক প্রশ্নের জবাবে এরশাদের ছোট ভাই বলেন, এরশাদ কিছুটা আধো ঘুম আধো জাগরণের মধ্যে আছেন। সকালে তিনি এরশাদকে বলেছেন, ‘ভাই, আপনি কেমন আছেন?’ জবাবে চোখ মেলে তাকিয়েছেন এরশাদ। কথা বলার চেষ্টাও করেছেন কিন্তু মুখে যন্ত্র লাগানো থাকায় বলতে পারেননি। একই অবস্থা হয় যখন সকালে এরশাদকে দেখতে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তখন এরশাদকে জানানো হয় যে ওবায়দুল কাদের তাকে দেখতে এসেছেন। তখনও তিনি চোখ মেলে তাকান ও কথা বলার চেষ্টা করেন।
এরশাদের মৃত্যু বিষয়ে না জেনে ফেসবুকে কোনো পোস্ট না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে জি এম কাদের বলেন, ‘আমরা আশা করছি তিনি সুস্থ হয়ে উঠবেন। তার পরিবার ও দলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি যেন আবারও সুস্থ হয়ে দেশ জাতির সেবায় নিজেকে উৎসর্গ করতে পারেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।
সারাবাংলা/এমএমএইচ/এসএমএন
এইচএম এরশাদ এরশাদের অসুস্থতা এরশাদের মৃত্যু নিয়ে গুজব জি এম কাদের