Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশে আরও একধাপে ভর্তির ঘোষণা আসছে


২ জুলাই ২০১৯ ১৪:২৪

ফাইল ছবি

ঢাকা: সোমবার (১জুলাই) সারা দেশের কলেজগুলোতে একযোগে একাদশ শ্রেণির ক্লাশ শুরু হলেও এখনও ভর্তি হয়নি ৫ লাখেরও বেশি শিক্ষার্থী। তবে এই শিক্ষার্থীদের আরও একবার ভর্তির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।

মঙ্গলবার (২ জুলাই) মু. জিয়াউল হক সারাবাংলাকে জানান, খুব শিগগিরই নতুন ধাপে শিক্ষার্থী ভর্তির ঘোষণা আসছে। সেক্ষেত্রে উন্মুক্ত উপায়ে কলেজে গিয়ে ভর্তির বিধান চালুরও সম্ভাবনা রয়েছে। তবে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

জিয়াউল হক বলেন, ‘যেসব শিক্ষার্থী এখনও কলেজে ভর্তি হননি তাদেরকে আমরা উচ্চমাধ্যমিকের শিক্ষা কার্যক্রম থেকে বাদ দিতে চাই না। তাই এদেরকে আবারও ভর্তির সুযোগ দেওয়া হবে। ’

একাদশ শ্রেণিতে নিশ্চায়ন ও কলেজভর্তি মিলিয়ে সারা দেশে ১২ লাখের কিছু বেশি শিক্ষার্থী এখন পর্যন্ত ভর্তি হয়েছে। পাস করা শিক্ষার্থীদের সংখ্যা এর থেকেও পাঁচ লাখ বেশি। এই সংখ্যাকে অভাবনীয় বলছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, ‘এত বেশি সংখ্যক শিক্ষার্থী কেনো ভর্তির বাইরে রয়েছে তার সঠিক কোনো উত্তর আমাদের কাছে নেই। আমরা এর কারণ অনুসন্ধান করছি।’

মু. জিয়াউল হক আরও বলেন, ‘কলেজগুলো থেকে শূন্য আসন সংগ্রহ করা হচ্ছে। কলেজের অধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে জানার চেষ্টা করছি, কোথায় সমস্যা? আগামীবার যেনো এমন কিছু না হয় তার সমাধান এ বছরই করে রাখতে চাই। ’

উল্লেখ্য, ২০১৯ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করেছে ১২ লাখ ৫৬ হাজার ৩২৬ জন শিক্ষার্থী। এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় এই বোর্ডে শিক্ষার্থী ভর্তির হার সবচেয়ে বেশি। তবু এই বোর্ডে এখনও আসন খালি রয়েছে প্রায় দুই লাখ। সব শিক্ষাবোর্ড মিলিয়ে খালি থাকা আসনের সংখ্যা প্রায় আট লাখ।

আরও পড়ুন:

এখনো কলেজে ভর্তি হয়নি ৪ লাখের বেশি শিক্ষার্থী

একাদশে ভর্তিতে হয়রানি, বোর্ডে ধরনা দিচ্ছে শিক্ষার্থীরা

একাদশে ভর্তিতে দ্বিতীয় দফায় আবেদন শুরু

উচ্চ মাধ্যমিকে ভর্তিতে ‘অনাগ্রহী’ আড়াই লাখ শিক্ষার্থী

 মে ২৭, ২০১৯ | ৭:৫৭ অপরাহ্ণ

সারাবাংলা/টিএস/পিটিএম

আরও একধাপ একাদশ ভর্তি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর