গরু কিনতে যাওয়ার পরদিন মিলল কৃষকের ঝুলন্ত মরদেহ
৪ জুলাই ২০১৯ ১১:৪৩
ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে বাবরা গ্রামের মাঠ থেকে হোসেন আলী (৬৫) নামের এক কৃষকের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হোসেন আলী কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, বুধবার (৩ জুলাই) বিকেলে হোসেন আলী গরু কিনতে প্রায় ৬০ হাজার টাকা নিয়ে গান্না যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সকালে বাবরা গ্রামের মাঠে কৃষকরা কাজ করতে গেলে সেখানে একটি গাছে হোসেন আলীর মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। কারা তাকে হত্যা করেছে তা বেরতে তদন্ত চলছে।
হোসেন আলরি মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
সারাবাংলা/এসএমএন