Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদের কিডনি ঠিকমত কাজ করছে না, শুভ লক্ষণ নয়: জিএম কাদের


৪ জুলাই ২০১৯ ১৩:১২ | আপডেট: ৪ জুলাই ২০১৯ ১৫:৪৫

ঢাকা: ‘এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। এটি আমাদের কাছে শুভ লক্ষণ মনে হচ্ছে না। কিডনি যেভাবে কাজ করা কথা ছিল সেভাবে কাজ করছে না।’

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘বিদেশ থেকে চিকিৎসক এনে এরশাদের চিকিৎসা দেওয়ার মতো অবস্থা নেই। বিদেশে নেওয়ার মতোও শারীরিক পরিস্থিতিও নেই। শরীরে পানি জমেছে। রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেছে। তিনি ঘুমে আছেন। এটি ডাক্তাররা ভালো মনে করছে না।’

শুক্রবার (৫ জুলাই) সারাদেশে মসজিদ মন্দিরে তার রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন জিএম কাদের।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশী চিকিৎসকদের সাথে পরামর্শ করে এখানকার ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন। আর বিদেশে নিলেও যে ভালো হবে তারও কোনো নিশ্চয়তা নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত সকলকে ভারাক্রান্ত অবস্থায় দেখা যায়।

এর আগে বুধবার (৩ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারিরীক অবস্থা এখনো অপরিবর্তিত আছে বলে জানিয়েছিলেন জি এম কাদের।

জি এম কাদের বলেন, ‘এরশাদের শারিরীক অবস্থা অপরিবর্তিত আছে। তবে তিনি শঙ্কামুক্ত নন। ফুসফুস ও কিডনীর অবস্থা আরও উন্নতি হয়েছে। প্রসাবও স্বাভাবিক হচ্ছে। ডাক্তাররা মনে করছেন আরও দুই তিন দিন এমন অবস্থা থাকলে তার আরও উন্নতি ঘটবে।’

এ সময় জাতীয় পার্টির পক্ষ থেকে এরশাদকে নিয়ে গুজব না ছড়ানোর প্রতিও আহ্বানও জানান তিনি।

সারাবাংলা/ইউজে/জেএএম

এরশাদের শারীরিক অবস্থা জাতীয় পার্টি জিএম কাদের টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর