Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাছিরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


৫ জুলাই ২০১৯ ১৩:৫৮

ঢাকা: ঘুষ লেনদেনের ঘটনায় আলোচিত দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে ঢাকা ব্যাংক ফিবা অনুর্ধ্ব ১৬ এশিয়ান চ্যাম্পিয়নশীপ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্টমন্ত্রী বলেন, আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের মানুষও আইনের শাসন প্রতিষ্ঠা দেখতে চায়। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দুদকের কর্মকর্তা বাছিরের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেমনটি নেওয়া হয়েছিল ডিআইজি মিজানের বিরুদ্ধে। ডিআইজিকেও তদন্তের পর আইনের আওতায় আনা হয়েছে।

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কেউ বিচার বহির্ভুত হত্যাকান্ড সমর্থন করিনা। তবে, নয়নের বিষয়ে যেটি হয়েছে সেটি ছিল আত্মরক্ষার স্বার্থে।

নয়ন বন্ড একদিনে হয়নি তাকে কেউ না কেউ বানিয়েছে এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটিরও তদন্ত চলছে। আমরাও বের করতে চাই কারা তাকে এমন বানিয়েছিল।

সারাবাংলা/এসএইচ/জেএএম

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

পাকিস্তানে শাকিব খানের ছবি
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৮

সালমান খানের আফসোস
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৩

সম্পর্কিত খবর