ভাটারায় গৃহবধূর লাশ উদ্ধার
৫ জুলাই ২০১৯ ১৮:১৮
ঢাকা: রাজধানীর ভাটারার সোলমাইদ এলাকার একটি বাসা থেকে আয়শা আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
শুক্রবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে ভাটারা থানা পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মৃত আয়েশা নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর ওয়াবদা গ্রামের খোকন মিয়ার মেয়ে। দুই সন্তানকে নিয়ে সোলমাইদ ফরাজীটোলা কবরস্থান রোডের একটি ছাপড়া ঘরে থাকতেন। তার স্বামী মো. জসিম উদ্দিন ট্রাক চালক।
নিহত আয়েশার চাচাতো ভাই তৌহিদুল ইসলাম জানান, আয়েশা গার্মেন্টস কর্মী ছিল। গত দুই বছর আগে তার স্বামী জসিম আরেকটি বিয়ে করে টাঙ্গাইলে থাো শুরু করে। গতকাল ছেলেকে নিয়ে রাতে বাসায় ছিলো আয়শা। সকালে ছেলে ঘুম থেকে উঠে দেখে মায়ের হাত-পা বাঁধা লাশ দেখে কান্নাকাটি করলে আশেপাশের লোকজন দেখে পুলিশে খবর দেয়।
তৌহিদ বলেন, ‘আয়শার স্বামী জসিম টাঙ্গাইল থেকে ৩/৪ দিন আগে পাশের ছোলমাইদ এলাকায় তার মায়ের বাসায় এসেছিল। আমাদের সন্দেহ ওই জসিমই তাকে শ্বাসরোধে হত্যা করেছে। এর আগেও তাকে অনেকবার নির্যাতন করেছে সে।’
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, খবর পেয়ে সকাল ১১টার দিকে বাসা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে।
সারাবাংলা/এসএসআর/এমও