Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে বাজেট পেশ,অর্থমন্ত্রীর সাথে নেই ব্রিফকেস


৫ জুলাই ২০১৯ ২১:৩০

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশনে উপনিবেশিক ব্রিফকেস সাথে নিয়ে যান নি। খবর বিবিসির।

নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের দ্বিতীয় মেয়াদে প্রথম বাজেট অধিবেশনে ব্রিফকেসের বদলে ভারতের ঐতিহ্যবাহী ‘হিসাব বহি’ সাথে নিয়েছেন অর্থমন্ত্রী।

এ ব্যাপারে অর্থমন্ত্রীর প্রধান অর্থ বিষয়ক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুবরামানিয়াম বিবিসিকে বলেছেন, অর্থমন্ত্রীর এই উদ্যোগকে পশ্চিমা চিন্তার দাসত্ব থেকে বেরিয়ে আসার একটি ধাপ হিসেবে দেখতে হবে।

তবে অর্থমন্ত্রীর এই সাহসী উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আলোচনার ঝড় উঠেছে। যেখানে অনেকেই এই উদ্যোগে অর্থমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। তবে কেউ কেউ হাস্যরস করে বলেছেন, তিনি তো গরুর গাড়িতে করে সংসদে আসেন নি কিংবা তাঁর বাজেট বক্তব্য তো তাল পাতায় ছাপানো হচ্ছে না।

নির্মলা সীতারমন এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ইন্দিরা গান্ধীর পর তিনিই প্রথম কোন নারী হিসেবে ভারতের বাজেট পেশ করেছেন। এই বাজেট আলোচনায় তিনি মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য আবাসন খাতে ভর্তুকি, উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ, অবকাঠামো উন্নয়নে বরাদ্দের ব্যাপারে জোর দিয়েছেন।

সারাবাংলা/একেএম

অর্থমন্ত্রী বাজেট ব্রিফকেস ভারত

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর