Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, সোমবার সংবাদ সম্মেলন


৬ জুলাই ২০১৯ ১০:৩৯

ঢাকা: পাঁচদিনের চীন সফর শেষে শনিবার (৬ জুলাই) দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে বা কী চুক্তি সই হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাতে সোমবার (৮ জুলাই) সংবাদ সম্মেলন করবেন তিনি।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সোমবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হবে।

রোহিঙ্গা ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেবে চীন

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর আমন্ত্রণে গত ১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচদিনের সরকারি সফরে চীনে যান। সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যোগ দেওয়া ছাড়াও দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পাঁচদিনের এই সফরে এই দুই দেশের মধ্যে ৯টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সফরে চীনের প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি শি জিন পিং এর সঙ্গেও শেখ হাসিনার বৈঠক হয়েছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে ৯টি চুক্তি ও সমঝোতা সই

সফর শেষে এরইমধ্যে চীন ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের স্থানীয় সময় বেলা ১১টা ৫ মিনিটে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি। দুপুরেই তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

সারাবাংলা/এসএমএন

চীন সফর টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চীন সফর শি জিন পিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর