Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোস্টগার্ড দেখে সোনার বার ফেলে পালালো চোরাচালানি


৬ জুলাই ২০১৯ ১৪:৫৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০টি সোনার বার উদ্ধার করেছে কোস্টগার্ড। তল্লাশির জন্য অপেক্ষমাণ কোস্টগার্ড সদস্যদের দেখে সোনার বারগুলো ফেলে এক ব্যক্তি পালিয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে শাহ আমানত বিমানবন্দরের মূল প্রবেশপথে সোনার বারগুলো পাওয়া যায়।

কোস্টগার্ড পূর্ব জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে.কমান্ডার এম হামিদুল ইসলাম সারাবাংলাকে জানান, সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশির জন্য থামার সংকেত দেওয়ার পর সে কালো পলিথিনের একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়। প্যাকেটে প্রায় সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বার পাওয়া গেছে। এর আনুমানিক দাম ১ কোটি ৪৬ লাখ ১৬ হাজার টাকা।

সোনার বার ফেলে যাওয়া ব্যক্তি চোরাচালানি বলে ধারণা এই গোয়েন্দা কর্মকর্তার।

এই ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/জেএএম

চোরাচালান সোনার বার

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর