Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেললাইনের ওপর বিকল ট্রাককে ট্রেনের ধাক্কা, নিহত ২


৭ জুলাই ২০১৯ ১১:৪৬ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ১২:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: ভারত থেকে বাংলাদেশে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বিকল একটি বালিবাহী ট্রাক উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (৭ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ রেলরুটের দক্ষিণখান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকার হাকিম আলীর ছেলে সোলেমান হোসেন ও নেত্রকোনার আব্দুল কুদ্দুসের ছেলে জাকির হোসেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুল ইসলাম জানান, ভোর পৌনে ৫টার দিকে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণখান এলাকায় পৌঁছলে রেললাইনের ওপর বিকল হয়ে থাকা বালুবাহী ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে রেললাইনের পাশে জমে থাকা পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোলেমান হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

আহত অন্য দুইজন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সারাবাংলা/এসএমএন

টপ নিউজ ট্রাককে ট্রেনের ধাক্কা ট্রেন মৈত্রী এক্সপ্রেস

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর