আগামী ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় নেতা জো বাইডেন। সাবেক এই ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ক্ষমতায় গেলে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিবেন সরকারি স্কুলের কোনো এক শিক্ষককে। খবর সিএনএনের।
জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলে আমি প্রথমে যা করবো তা হলো, আমাদের শিক্ষামন্ত্রী হবেন একজন শিক্ষক। এবং এটা কোনো কৌতুক নয়। শিক্ষামন্ত্রী হবেন একজন স্কুল শিক্ষক। আমি প্রতিজ্ঞা করছি।
বাইডেন এসময় আরও মজা করে বলেন, আমি আরও নিশ্চিত করছি। তবে তিনি আমার স্ত্রী হবেন না।
প্রসঙ্গত, জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনও স্কুল শিক্ষক। বাইডেন যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি সামনেই বসে হাসছিলেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন ৫ জুন প্রেসিডেন্ট প্রার্থিতার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আলোচনার আয়োজন করে। প্রায় ৭ হাজার অতিথি এই অনুষ্ঠানে অবস্থিত ছিলেন। অনুষ্ঠানে জো বাইডেনের বক্তব্য সকলের কাছে প্রশংসিত হয়।
সারাবাংলা/এনএইচ