Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারকদের নামে আগে ‘ব্যারিস্টার’ পদবি ব্যবহার করতে নিষেধাজ্ঞা


৭ জুলাই ২০১৯ ১৬:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নিম্ন আদালতের বিচারকদের নামের আগে ডক্টরেট, ব্যারিস্টার বা অন্য কোনো পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

রোববার (৭ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ জানান, নিম্ন আদালতের একটি আদেশের বিরুদ্ধে হাই কোর্ট বিভাগে আবেদন নিয়ে এসেছিলেন আকরাম উদ্দিন নামে এক আইনজীবী। সে সময় আদালতের নজরে আসে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আক্তারুজ্জামান তার নামের আগে ডক্টরেট পদবি ব্যবহার করেছেন।

এরপর আদালত স্ব-প্রণোদিতভাবে আদেশ দেন, নিম্ন আদালতের কোনো বিচারক বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টরেট, ব্যারিস্টার বা অন্য কোনো পদবি ব্যবহার করতে পারবেন না, জানান ইউসুফ মাহমুদ মোরশেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/এটি

ডক্টরেট নিম্ন আদালত নিষেধাজ্ঞা পদবি বিচারক ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর